This website is run with money earned through advertising. Please click on at least one displayed ad to support us. Thank you!

করোনা টিকা কার্ড সংগ্রহ

করোনা টিকা কার্ড সংগ্রহ - Corona Tika Card Download। করোনা ভ্যাকসিন পেতে হলে আপনাকে অবশ্যই করোনা টিকা কার্ড ডাউনলোড করতে হবে। এই পোস্টে আমরা দেখবো...

করোনা টিকা কার্ড সংগ্রহ। করোনা ভ্যাকসিন পেতে হলে আপনাকে অবশ্যই করোনা টিকা কার্ড ডাউনলোড করতে হবে। এই পোস্টে আমরা দেখবো কীভাবে করোনা টিকা কার্ড সংগ্রহ করে ভ্যাকসিন নিতে হয়।

করোনা টিকা কার্ড সংগ্রহ

করোনা টিকা কার্ড সংগ্রহ করুন

বর্তমানে, টিকাকেন্দ্রে কোনো নাগরিক টিকা কার্ড ছাড়া করোনার ভ্যাকসিন নিতে পারছেন না। কারণ, গণ টিকাদান কর্মসূচিতে যারা ভ্যাকসিন কার্ড ছাড়াই কোভিড-১৯ ভ্যাকসিন পেয়েছিলেন তারা পরে করোনা টিকা সনদ ডাউনলোড করতে গিয়ে সমস্যায় পড়েছেন।

এছাড়াও, বুস্টার ডোজ নিতে হলে নতুন করে টিকা কার্ড ডাউনলোড করতে হবে। এই আর্টিকেলে আমরা দেখবো, কীভাবে করোনা টিকা কার্ড সংগ্রহ করতে হয়। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন অথবা শেষে থাকা ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিন।

ভ্যাকসিন নিতে টিকা কার্ড লাগবে কেনো? আপনি কোন টিকা নিচ্ছেন, কবে নিচ্ছেন, কোন টিকাকেন্দ্রে নিচ্ছেন সে সমস্ত তথ্য টিকা কার্ডে লিপিবদ্ধ থাকবে। একজন স্বাস্থ্যকর্মী আপনার টিকা কার্ডে এসব তথ্য দেখে আপনাকে করোনা ভ্যাকসিন দেবেন।

সুরক্ষা টিকা কার্ড সংগ্রহ

করোনা ভ্যাকসিন পেতে হলে, অবশ্যই আপনাকে টিকা কার্ড ডাউনলোড করতে হবে। টিকা কার্ড ছাড়া করোনা টিকা নিতে পারবেন না। সুরক্ষা ওয়েবসাইট (https://surokkha.gov.bd/vaccine-card) থেকে টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন।

আরো দেখুন: Blank Corona Vaccine Card Download


Booster Dose Vaccine Card Download

বুস্টার ডোজ নিতে হলে আপনাকে নতুন করে টিকা কার্ড ডাউনলোড করতে হবে। এই কার্ড ডাউনলোড করে নির্দিষ্ট টিকা কেন্দ্রে গিয়ে বুস্টার ডোজের টিকা নিতে হবে। এর আগের টিকা কার্ডে ২ ডোজের বিবরণ ছিলো। নতুন করে টিকা কার্ড ডাউনলোড করলে সেখানে তৃতীয় ডোজের একটি খালি ঘর থাকবে। যেখানে স্বাস্থ্যকর্মী আপনাকে বুস্টার ডোজ দেওয়ার পর টিকার বিবরণ লিখতে পারবেন।

আরো দেখুন: করোনা টিকা সনদ ডাউনলোড করুন

করোনা টিকা কার্ড সংগ্রহ

www.surokkha.gov.bd - এই ওয়েবসাইটে ভিজিট করে 'টিকা কার্ড সংগ্রহ' অপশনে ক্লিক করুন।

Corona Tika Card Download

www.surokkha.gov.bd/vaccine-card

এবার নিচের মতো করে, আপনার NID নম্বর ও জন্ম তারিখ এবং স্ক্রীনে থাকা ছয় সংখ্যা বিশিষ্ট ক্যাপচা কোড লিখে "যাচাই করুন" বাটনে ক্লিক করুন।

surokkha.gov.bd tika card download

Corona Tika Card Download

"যাচাই করুন" বাটনে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে করোনা টিকা নিবন্ধন করেছেন, সেই মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে একটি OTP কোড পাঠানো হবে।

Corona Tika Card Download

সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে OTP পেয়ে যাবেন। OTP পাওয়ার ৫ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে। OTP না পেলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পুনরায় চেষ্টা করুন।

OTP কোড লিখে "ভ্যাকসিন কার্ড ডাউনলোড" বাটনে ক্লিক করলে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করা যাবে।

corona tika card bangladesh

আপনার জন্য: করোনা টিকা সনদ ডাউনলোড

টিকা কার্ড সংগ্রহ

এবার আরেকটা ভ্যাকসিন কার্ড ডাউনলোড বাটন আসবে। সেখানে ক্লিক করলেই করোনা টিকা কার্ড ডাউনলোড করা যাবে।

টিকা গ্রহনের দিন অবশ্যই টিকা কার্ড সাথে রাখতে হবে। টিকা কার্ডের ফটোকপি নিয়ে গেলেও চলবে। কিন্তু নিয়ে যেতে হবে।

টিকা কার্ড সংগ্রহ

এক কথায়, জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ প্রদান করে "যাচাই করুন" বাটনে ক্লিক করলে, নিবন্ধনকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, সে OTP কোড প্রদান করে "ভ্যাকসিন কার্ড ডাউনলোড" বাটনে ক্লিক করলে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করা যাবে।

করোনা টিকা কার্ড ডাউনলোড করার নিয়ম

  • 'https://surokkha.gov.bd/' - এই ওয়েবসাইটে ভিজিট করুন।
  • ‘টিকা কার্ড সংগ্রহ’ বাটনে ক্লিক করুন।
  • পরিচয়পত্রের ধরণ নির্বাচন করুন।
  • আপনার NID নম্বর ও জন্ম তারিখ লিখুন। (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)
  • স্ক্রীনে থাকা কোড লিখে 'যাচাই করুন' বাটনে ক্লিক করুন।
  • SMS এর মাধ্যমে আপনার মোবাইলে একটি OTP কোড পাঠানো হবে।
  • সঠিক ওটিপি লিখুন এবং ভ্যাকসিন কার্ড ডাউনলোড বাটনে ক্লিক করুন।
  • সবশেষে, ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন।

How to Download Corona Vaccine Card in Bangladesh

কিভাবে করোনা ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে তা এই ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিও'র সাউন্ড কোয়ালিটির জন্য আন্তরিকভাবে দুঃখিত!

টিকা কার্ড হারিয়ে গেলে করণীয়

টিকা কার্ড হারিয়ে যেতেই পারে। চিন্তার কিছু নাই। টিকা কার্ড হারিয়ে গেলে, উপরের ধাপগুলো ফলো করে, আবারও টিকা কার্ড সংগ্রহ (ডাউনলোড) করতে পারবেন। আগে টিকা নিয়ে থাকলে, নতুন করে টিকা কার্ড ডাউনলোড করলেও আপনার আগের টিকার বিবরণ লেখা থাকবে।

টিকা কার্ড পাওয়ার পর করণীয়

  • টিকা দেওয়ার পূর্বে এসএমএস এর মাধ্যমে টিকা কেন্দ্রে ও টিকাদানের তারিখ জানানো হবে।
  • মোবাইলে ভ্যাকসিন দেওয়ার SMS না আসলে টিকাকেন্দ্রে যাবেন না।
  • কোভিড-১৯ টিকার ১ম ও ২য় ডোজ নেওয়ার জন্য নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে এই টিকার কার্ডটি সাথে নিয়ে যাবেন।
  • টিকা দেওয়ার পর যে কোন সমস্যা/অসুবিধা হলে সাথে সাথে টিকাদান কর্মীকে খবর দিন। প্রয়োজনে নিকটস্থ যেকোনো স্বাস্থ্যকেন্দ্রে যান।
  • টিকা প্রদান শেষ হলেও ভবিষ্যৎ প্রয়োজনে কার্ডটি সংরক্ষণ করুন।
  • টিকার কার্ডটি হারিয়ে গেলেও (www.surokkha.gov.bd) ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
  • কোভিড-১৯ টিকার ২টি ডোজ সম্পন্ন হলে (www.surokkha.gov.bd) হতে টিকা সনদ সংগ্রহ করা যাবে।
  • কোভিড-১৯ -এর টিকা পেলেও যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলুন।

আপনার জন্য নির্বাচিত: জানাজার নামাজ পড়ার নিয়ম


16 comments

Commenting rules:

Feel free to ask if you have any queries or doubts regarding this article. Don't try to spam. Our team reviews every comment before publishing
  1. সুন্দর পোস্ট
    1. ধন্যবাদ।
      কিউএনএ বাংলার সাথেই থাকুন!
  2. খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট
    1. অসংখ্য ধন্যবাদ।
      কিউএনএ বাংলার সাথেই থাকুন!
  3. Can i add my passport number in my registration which a already done and two vaccine already taken .
    1. অবশ্যই অ্যাড করতে পারবেন। তবে পদ্ধতিটা হচ্ছে টিকা সনদ সংগ্রহ করার সময় পাসপোর্ট নাম্বার অ্যাড করে দিবেন।
      কীভাবে টিকা সনদ ডাউনলোড করবেন? তা দেখতে এই লিংকে ক্লিক করুন।
      https://www.qnabangla.com/2021/06/corona-tika-sonod.html
  4. নিবন্ধন করার সময় দেওয়া নাম্বার যদি হারিয়ে যায় তাহলে কিভাবে সংগ্রহ করবো
    1. নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নাম্বার যদি হারিয়ে যায়, তাহলে ঐ সিমটি রিপ্লেস করে নিন নিকটস্থ কোনো দোকান বা কাস্টমার কেয়ার থেকে।
      কারণ, একবার নিবন্ধন করে ফেললে নাম্বার পরিবর্তন করার সুযোগ নাই।
  5. জহিরুল ইসলাম
    1. জ্বি জহির ভাই। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
  6. যারা নাম্বার দেই নাই তারা কী করবে
    1. নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন করা যায় না ভাই।
  7. Md ballil hossun
  8. Mmostakim553@gmal.com
  9. টিকা দেওয়া পর কাড কিভাব পাব
    1. আবার টিকা কার্ড ডাউনলোড করে পাবেন।
© QnaBangla.com. All rights reserved. Developed by Jago Desain
QnA Bangla

Subscribe to our YouTube Channel