This website is run with money earned through advertising. Please click on at least one displayed ad to support us. Thank you!

করোনা টিকা সনদ সংগ্রহ করুন

করোনা টিকা সনদ সংগ্রহ করুন। আপনার পরিচয়পত্রের ধরণ সিলেক্ট করে, পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ প্রদান করে “যাচাই করুন” বাটনে ক্লিক করলে, করোনা টিকা

করোনা টিকা সনদ সংগ্রহ করুন। আপনার পরিচয়পত্রের ধরণ সিলেক্ট করে, পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ প্রদান করে “যাচাই করুন” বাটনে ক্লিক করলে, করোনা টিকা নিবন্ধনের সময় যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, সেই নাম্বারে SMS এর মাধ্যমে একটি OTP কোড পাঠানো হবে, এই OTP কোড যাচাই করে “টিকা সনদপত্র ডাউনলোড” বাটনে ক্লিক করলে আপনি করোনা টিকা সনদ সংগ্রহ করতে পারবেন।

চলুন তাহলে দেরি না করে কীভাবে ঘরে বসেই করোনা টিকা সনদ সংগ্রহ করা যায় তা দেখে নেই!

করোনা টিকা সনদ সংগ্রহ করুন
ছবি: করোনা টিকা সনদ সংগ্রহ করুন।

করোনা টিকা সনদ সংগ্রহ করুন

করোনা টিকার ডোজ সম্পন্ন করার পর, www.surokkha.gov.bd/certificate এই ওয়েবসাইট থেকে অনলাইনে করোনা টিকা সনদ সংগ্রহ করা যায়। গত ২০শে এপ্রিল ২০২১ হতে ‘সুরক্ষা’ ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে টিকা সনদপত্র ডাউনলোড করতে পারছেন।

www surokkha gov bd certificate

আপনি এক ডোজ টিকা নিলেও সুরক্ষা ওয়েবপোর্টাল এবং সুরক্ষা অ্যাপে করোনা ভ্যাকসিন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

সূচীপত্র

টিকা সনদ সংক্রান্ত তথ্যসমূহ

You may read this: ১৮ বছর বয়সীদের করোনা টিকার নিবন্ধন করুন

টিকা সনদ সংগ্রহ

টিকা সনদ ডাউনলোড করা খুবই সহজ। আপনি ঘরে বসেই, মোবাইল দিয়ে টিকা সনদ ডাউনলোড করতে পারবেন। এখানে সহজভাবে পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি।

www.surokkha.gov bd/verify

টিকা সনদ ডাউনলোড করার নিয়ম জানতে পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। বিশেষ করে, পাসপোর্ট নাম্বার অ্যাড করার সময় সাবধানতা অবলম্বন করুন।

surokkha.gov.bd

প্রথমেই আপনার ফোনের বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে www.surokkha.gov.bd লিখে সুরক্ষা ওয়েবসাইটে ভিজিট করুন। ভিজিট করার পর দেখবেন, মূলপাতার ডানপাশে “টিকা সনদ সংগ্রহ” নামে একটি অপশন আছে। এখন, “টিকা সনদ সংগ্রহ” অপশনে ক্লিক করবেন।

corona tika certificate download, www.surokkha.gov.bd করোনা টিকা সনদ সংগ্রহ করুন, corona tika certificate download

আপনার পরিচয়পত্রের ধরণ নির্বাচন করুন

“টিকা সনদ সংগ্রহ” অপশনে ক্লিক করলে নতুন একটি পেইজ ওপেন হবে। এবার, মেনু থেকে “আপনার পরিচয়পত্রের ধরণ নির্বাচন” করুন।

মানে, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা পাসপোর্ট (বাংলাদেশি/বিদেশি) অপশনগুলোর যেকোনো একটি সিলেক্ট করতে হবে।

www.surokkha.gov bd/verify certificate

*Tips: আপনি যে পরিচয়পত্র দিয়ে করোনা টিকার রেজিস্ট্রেশন করেছিলেন সেটা সিলেক্ট করবেন।

www.surokkha.gov.bd certificate download, করোনা টিকা সনদ সংগ্রহ করুন, করোনা টিকা সনদ ডাউনলোড করুন

প্রয়োজনীয় তথ্য পূরণ করুন

পরিচয়ের ধরণ নির্বাচন করার পর, আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে। অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের নম্বর, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্মতারিখ এবং আপনি যে রোবট নন সেটা ভ্যারিফিকেশনের জন্য স্ক্রিনে থাকা অক্ষর বা নম্বরগুলো নিচে থাকা বক্সে লিখতে হবে।

বেশিরভাগ মানুষ জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা নিয়েছেন। তাই, জাতীয় পরিচয়পত্র দিয়ে সনদ ডাউনলোড করার পদ্ধতি দেখানো হলো।

  • আপনার NID নাম্বার লিখুন।
  • আপনার জন্ম তারিখ বাছাই করুন।
  • স্ক্রীনে থাকা কোডটি লিখে ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করুন।

surokkha gov bd vaccine certificate download

সব তথ্য দেওয়ার পর যাচাই করুন বাটতে ক্লিক করতে হবে।

www.surokkha.gov.bd certificate, www.surokkha.gov.bd certificate download, করোনা টিকা সনদ সংগ্রহ করুন

OTP কোড যাচাই করুন

যাচাই করুন বাটনে ক্লিক করলে, করোনা ভ্যাকসিন কার্ড নিবন্ধনের সময় যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে লিখুন।

OTP কোডটি ঘরে লিখার পর সাবমিট করুন বাটনে ক্লিক করবেন।

পাসপোর্ট নাম্বার দেবেন কি দেবেন না?

OTP কোড লিখার পর নিচে পাসপোর্ট নাম্বার লিখার অপশন আসব। এখন আপনি পাসপোর্ট নাম্বার দেবেন কি দেবেন না?

বিশেষ সতর্কতা:

এখানে কয়েকটি জিনিস মাথায় রাখবেন

  1. ক) অনেক সময় OTP আসতে দেরী হয়। তাই পাঁচ মিনিটের মধ্যে না আসলে পুনরায় চেষ্টা করুন।
  2. খ) আপনার পাসপোর্ট না থাকলে নিচের ঘরটি খালি রাখুন।
  3. গ) আর যদি পাসপোর্ট থাকে তাহলে খুব সাবধানে নিচের ঘরটি পূরণ করুন।
  4. ঘ) কারণ, যদি পাসপোর্ট ভুল হয় তাহলে আর এডিট করতে পারবেন না

আপনার যদি পাসপোর্ট থাকে, তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে সাবমিট করুন বাটনে ক্লিক করবেন। যদি পাসপোর্ট নাম্বার মনে না থাকে তাহলে পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন।

সতর্কতা: আপনি যদি পাসপোর্ট নম্বর টাইপ করতে ভুল করেন, তাহলে অনলাইনে পাসপোর্ট নম্বর ঠিক করতে পারবেন না! তবে, টিকা সনদে পাসপোর্ট নাম্বার লিখতে ভুল করলে, আপনি উপজেলা বা জেলা পরিষদে গিয়ে আবেদন করে পাসপোর্ট নাম্বার সংশোধন করতে পারবেন।

surokkha.gov.bd vaccine certificate, করোনা টিকা সনদ সংগ্রহ করুন, করোনা টিকা সনদ ডাউনলোড করুন

আপনার যদি পাসপোর্ট না থাকে, তাহলে সাবমিট করুন বাটনে ক্লিক করার পর এমন একটি পেইজ সামনে আসবে। এখানে আপনাকে জানানো হবে যে আপনি পাসপোর্ট নাম্বার ছাড়াই টিকা সনদ ডাউনলোড করতে চান কি-না! আপনি হ্যাঁ, করতে চাই বাটনে ক্লিক করবেন।

covid-19 vaccine certificate download, করোনা টিকা সনদ সংগ্রহ করুন

টিকা সনদপত্র ডাউনলোড

OTP কোড এবং পাসপোর্ট নাম্বার সাবমিট করার পর দেখবেন টিকা সনদপত্র ডাউনলোড বাটন আসবে। এখানে ক্লিক করলেই টিকা সনদ সংগ্রহ বা টিকা সনদ ডাউনলোড করা যাবে।

করোনা টিকা সনদ সংগ্রহ করুন

আপনি এই পদ্ধতিগুলো ফলো করে, সহজেই টিকা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর আপনার মোবাইল বা কম্পিউটারে টিকা সনদ সেইভ করে রাখবেন। যাতে পরবর্তীতে যেকোনো প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারেন।

© www.qnabangla.com


জন্মসনদ ও পাসপোর্ট দিয়ে টিকা সনদ ডাউনলোড

  1. জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা সনদ সংগ্রহ

    যারা জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে করোনা টিকা নিয়েছেন, তারা টিকা সনদ সংগ্রহ করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। জন্মসনদ দিয়ে করোনা টিকা সনদ সংগ্রহ করতে চাইলে www.surokkha.gov.bd/certificate/birth-registration এই লিঙ্কে প্রবেশ করে, আপনার জন্মসনদ নম্বর ও জন্ম তারিখ (জন্মসনদ অনুযায়ী) প্রদান করে টিকা সনদ সংগ্রহ করতে পারবেন। https://surokkha.gov.bd/certificate/birth-registration?s=1

  2. পাসপোর্ট দিয়ে করোনা টিকা সনদ সংগ্রহ

    যারা পাসপোর্ট দিয়ে করোনা টিকা নিয়েছেন, তারা করোনা টিকা সনদ সংগ্রহ করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। পাসপোর্টধারী বাংলাদেশি এবং বিদেশি নাগরিকদের ক্ষেত্রে www.surokkha.gov.bd/certificate/foreigners?s=1 এই লিঙ্কে প্রবেশ করে, পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ (পাসপোর্ট অনুযায়ী) প্রদান করে টিকা সনদ সংগ্রহ করা যাবে। https://surokkha.gov.bd/certificate/foreigners?s=1

করোনা টিকা সনদ ডাউনলোড ভিডিও

আপনি চাইলে করোনা টিকা সনদ ডাউনলোড করার ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন। অনলাইনে করোনা টিকা সনদ সংগ্রহ করতে নিচের এই ভিডিওটি দেখুন।

ভিডিওটি লোড হচ্ছে, এক সেকেন্ড অপেক্ষা করে প্লে করুন।


এক নজরে টিকা সনদ ডাউনলোড করার নিয়ম

চলুন দেখে নেই, কিভাবে করোনা টিকা সনদ ডাউনলোড করতে হয়। এজন্য আপনাকে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে–

  • https://www.surokkha.gov.bd – এই ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর টিকা সনদ সংগ্রহ অপশনে ক্লিক করতে হবে।
  • মেনু থেকে আপনার পরিচয়পত্রের ধরণ নির্বাচন করুন।
  • এবার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা পাসপোর্ট (বাংলাদেশি/বিদেশি) অপশন সিলেক্ট করতে হবে।
  • আপনার আপনার পরিচয়পত্রের ধরণ অনুযায়ী পরিচয়পত্র নাম্বার ও জন্মতারিখ লিখতে হবে। যেমন: জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকা রেজিস্ট্রেশন করলে, জাতীয় পরিচয়পত্র ও জন্মতারিখ লিখতে হবে।***
  • OTP কোড যাচাই করে, মোবাইল নাম্বার কনফার্ম করতে হবে।
  • পাসপোর্ট থাকলে সঠিক পাসপোর্ট নাম্বার দিতে হবে।
  • পাসপোর্ট না থাকলে পাসপোর্ট নাম্বার ঘরটি খালি রেখে সাবমিট করুন বাটনে ক্লিক করতে হবে। এরপর, হ্যাঁ করতে চাই বাটনে ক্লিক করতে হবে।
  • উপরের ধাপগুলো ফলো করলে টিকা সনদ ডাউনলোড করতে পারবেন।

করোনা টিকা সনদ সংগ্রহ প্রশ্নোত্তর

অনেকেই করোনা টিকা সনদ সংগ্রহ করতে গিয়ে নানা ঝামেলায় পড়ে যান। তাই, এখানে টিকা সনদ সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দেওয়া হলো।

করোনা ভ্যাকসিন সনদ কিভাবে পেতে পারি?

কোভিড-১৯ এর ভ্যাকসিনের দুইটি ডোজ সম্পন্ন হওয়ার পর https://surokkha.gov.bd ওয়েব পোর্টালে "টিকা সনদ সংগ্রহ" মেনু হতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক ভ্যাকসিন সনদ সংগ্রহ করতে পারবেন।

টিকা সনদে পাসপোর্ট নাম্বার লিখতে ভুল করেছি। কি করণীয়?

প্রথমদিকে, টিকা সনদে পাসপোর্ট নাম্বার লিখতে ভুল করলে আর সংশোধন করা যেতো না। বর্তমানে, আপনি উপজেলা বা জেলা পরিষদে গিয়ে আবেদন করে পাসপোর্ট নাম্বার সংশোধন করতে পারবেন।

আমি যে নাম্বার দিয়ে টিকা রেজিস্ট্রেশন করেছি সেই সিম হারিয়ে গেছে। এখন কি উপায়?

ঐ নাম্বারটা লাগবেই। কারণ, টিকা সনদ ডাউনলোড করতে নিলে OTP কোড ভেরিফাই করতে হয়। আপনি নিকটস্থ দোকান অথবা কাস্টমার কেয়ার থেকে সিম উঠানোর ব্যবস্থা করুন।

আমি গণটিকা দিয়েছি। কিন্তু সনদ ডাউনলোড করতে পারছি না।

আপনি গণটিকা নেওয়ার আগে যদি অনলাইনে টিকার রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি টিকা সনদ উঠাতে পারবেন। অন্যথায় টিকা সনদ ডাউনলোড করতে পারবেন না। এজন্য আপনার গণটিকার কার্ডটি সযত্নে সংরক্ষণ করে রাখুন। এটিই ভবিষ্যতে আপনার কাজে লাগবে।

51 comments

Commenting rules:

Feel free to ask if you have any queries or doubts regarding this article. Don't try to spam. Our team reviews every comment before publishing
  1. গন টিকার সনদ পাবো কি করে?
    1. যারা গণটিকা নিয়েছেন তাদের অধিকাংশ মানুষ আগে সুরক্ষায় টিকা নিবন্ধন করে নি।

      যাদের টিকা কার্ড আছে তারা করোনা টিকা সনদ ডাউনলোড করতে পারছেন।

      এর মানে, আগে টিকা নিবন্ধন না করে গণটিকা গ্রহণ করার ফলে, সেই তথ্য সার্ভারে জমা হয় নি। ফলে, টিকা কার্ড ছাড়া গণটিকা নিলে আপাতত সনদ উত্তোলন বা ডাউনলোড করা যাচ্ছেনা।
    2. গণটিকা গ্রহণ করলে টিকা কার্ডটাই টিকা সনদ হিসেবে বিবেচিত হবে।
  2. গন টিকার সনদ পাবো কি করে, কবে নাগাদ পাওয়া যাবে?
    1. যারা গণটিকা নিয়েছেন তাদের অধিকাংশ মানুষ আগে সুরক্ষায় টিকা নিবন্ধন করে নি।

      যাদের টিকা কার্ড আছে তারা করোনা টিকা সনদ ডাউনলোড করতে পারছেন।

      ঠিক কবে নাগাদ গণটিকার জন্য সনদ দেওয়া হবে সঠিক বলতে পারবো না। আপনি আপনার টিকা কেন্দ্রে যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ ভাই! ❤
    2. vai ami 1st doss 2nd doss 2 tai niye nici but amar tikar card scanner kora hoyce but ekhono sms ashe nai... plzz help
  3. আমি টিকার সনদে পাসপোর্ট নাম্বার টি ভুল ককরেছি। আমি সমাধান করতে চাই। কিভাবে করবো?
    1. ভাই! পাসপোর্ট নাম্বার ভুল হলে, সম্ভবত আর এডিট করা যায় না। তবুও আপনি আপনার সমস্যার কথা লিখে info@dghs.gov.bd এই অ্যাড্রেসে ইমেইল করুন। ধন্যবাদ ভাই!
  4. Vai ami 2 doj ki entry kora tar por passport no boshata hbe??
    1. আগেও দিতে পারবেন। তবে পাসপোর্ট নাম্বার দেওয়ার সময় ভুল করবেন না।
  5. Vai 2 doj complete korar aga jodi passpot no submit kori tahola ki kno somosha hbe??
    1. আগেও দিতে পারবেন। কোনো সমস্যা হবে না। তবে পাসপোর্ট নাম্বার দেওয়ার সময় ভুল করবেন না।
  6. I received my 2nd dose of vaccine on 4th August/21 from BSMMU, Dhaka but still is not entered into the database. As a result, I still cannot download my Vaccine certificate.
    1. You can report your problem by contacting the center where you received the vaccine. Or if you have any concerns or questions about the vaccination certificate. you can send an email to DGHS at info@dghs.gov.bd
  7. Vai ami vaccine daower somoy j mobile number use kore Chilam akone sata hare gase...ki vabe amar vaccine certificate card download korbo
    1. ভাই আপনাকে আগে ঐ সিম উঠাতে হবে। নিকটস্থ দোকানে বা কাস্টমার কেয়ারে গিয়ে আগে সিম উঠান। কারণ, ঐ সিমেই এসএমএসের মাধ্যমে কোড যাবে।
  8. Vai ami vaccine daower somoy ja mobile number diachilam sa numberte haria giacha ..akon vaccination certificate ki vabe download korbo
    1. ভাই আপনাকে আগে ঐ সিম উঠাতে হবে। নিকটস্থ দোকানে বা কাস্টমার কেয়ারে গিয়ে আগে সিম উঠান। কারণ, ঐ সিমেই এসএমএসের মাধ্যমে কোড যাবে।
  9. ভাই অামি বিদেশগামী শ্রমিক, বিদেশ যাওয়ার জন্য পাসপোট দিয়ে অামি প্রবাসি এপে ৩০০ টাকা পেমেন্ট করেছি, কিন্তু আমার বিএমইটি কাডে, জন্মতারিখ ও নাম ভুল এসেছে, এখন টিকা কার্ড তুলা যাবে কি, আমি আপনার মোবাইল নাম্বারটা কি পেতে পারি?
    1. বিএমইটি কার্ড দিয়ে তো আর রেজিস্ট্রেশন করেন নাই। করেছেন হয় এনআইডি নয়তো পাসপোর্ট দিয়ে।

      আপনি এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করলে, এনআইডি দিয়ে করোনা সনদ তুলুন।

      আর যদি আপনি পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে আপনার পাসপোর্ট দিয়ে করোনা সনদ ডাউনলোড করুন।

      ওয়েবসাইটে পার্সোনাল নাম্বার দেওয়া ঠিক হবে না। আপনি চাইলে আমাদের ফেসবুক পেইজে ম্যাসেজ দিতে পারেন।
      https://facebook.com/qnabanglaofficial
  10. ভাই, আপনার মোবাইল নম্বরটা কি দওয়া যাবে? অথবা ০১৯১২৭৪৬৮৪৯ নাম্বার একটু কল দিয়েন, একটি বড় সমস্যাই পড়েছি,
    1. ওয়েবসাইটে পার্সোনাল নাম্বার দেওয়া ঠিক হবে না। আপনি চাইলে আমাদের ফেসবুক পেইজে ম্যাসেজ দিতে পারেন।
      https://facebook.com/qnabanglaofficial
  11. আমি ২য় ডোজ টিকা দিয়েছি কিন্তু টিকা সম্পন্ন হয়েছে এ মর্মে কোন মেসেজ পাইনি।এখন আমি কি করতে পারি?
    1. আপনি টিকা সনদ সংগ্রহ অপশনে ক্লিক করে দেখুন যে, সনদ ডাউনলোড করতে পারছেন কি-না। সাধারণত, এক ডোজ দিলেও ডাউনলোড দেওয়া যায় টিকা সনদ।
    2. আমি ১য় ডোজ টিকা নিয়ে ছি ২য় ডোজ নিতে েপারছি না টিকার কাড হারিয়ে পেলেছি কি করবো
  12. আমার মায়ের টিকা সনদে পাসপোর্ট নম্বর ভুল আসছে। কিভাবে সংশোধন করা যাবে?
    1. একবার ভুল করলে আর এডিট করা যায় না।
      এখন পর্যন্ত সেই সুযোগ নাই ভাই।
  13. ভাই আমার নাম্বার ভুল হএছিল। একহ্ন নতুন নাম্বার দিয়া OTP পাঠাতে হবে নতুন নাম্বার হল 01310057312
    1. ভাই!
      নাম্বার পরিবর্তনের তো সুযোগ নেই।
  14. নিবন্ধনের মাধ্যমে দুই ডোজ টিকা সম্পন্ন করেছি, কিন্তু টিকার সনদপত্রে শুধু এক ডোজ নেওয়ার তারিখ দেওয়া আছে..... এখন কিভাবে এটার সমাধান করা যাবে
    1. প্রিয় শামিম ভাই!
      এখনো কি একই সমস্যা রয়েছে?
  15. আমার মোবাইলে OTP আসে না। ৫ মিনিট পর পর এই নিয়ে প্রায় ৩০ বার দেখে পেলেছি তাও আসে না। উপায় কি
    1. টিকা সনদ তোলার সময় যে নাম্বার ব্যবহার করেছেন
      তার সাথে কি ওয়েবসাইটে প্রদর্শিত নাম্বারের শেষ দুই ডিজিট মিল আছে?
      দেখুন মিল আছে কি-না।

      যদি এরপরেও সমস্যা হয়, তাহলে কিছুদিন পর আবার চেষ্টা করে দেখতে পারেন।
      অনেক সময় সার্ভার সংক্রান্ত জটিলতায় এমন হয়ে থাকে।
  16. AMAR MOBILE NUMBER CHANGE HOICHE, EKHON KIVABE NOTUN MOBILE NUMBER ADD KORBO?
    1. একবার রেজিস্ট্রেশন করলে আবার রেজিস্ট্রেশন করা যায় না। আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, ঐ নাম্বারেই টিকার সকল ম্যাসেজ যাবে। তাই আপনাকে সিম উঠাতে হবে।

      মোবাইল নাম্বার হারিয়ে গেলে আবার ঐ সিম উঠিয়ে টিকা কার্ড ডাউনলোড করুন, টিকা কার্ড ডাউনলোড করে আপনি টিকা নিতে পারবেন। কোনো সমস্যা হবে না।
      টিকা কার্ড কিভাবে ডাউনলোড করবেন? তা জানতে এই পোস্ট দেখুন, https://www.qnabangla.com/2021/11/corona-tika-card-download.html
  17. AMAR MOBILE NUMBER CHANGE HOICHE, KIBVABE NOTUN MOBILE NUMBER DIYE CARD KORBO?
    1. একবার রেজিস্ট্রেশন করলে আবার রেজিস্ট্রেশন করা যায় না। আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, ঐ নাম্বারেই টিকার সকল ম্যাসেজ যাবে। তাই আপনাকে সিম উঠাতে হবে।

      মোবাইল নাম্বার হারিয়ে গেলে আবার ঐ সিম উঠিয়ে টিকা কার্ড ডাউনলোড করুন, টিকা কার্ড ডাউনলোড করে আপনি টিকা নিতে পারবেন। কোনো সমস্যা হবে না।
      টিকা কার্ড কিভাবে ডাউনলোড করবেন? তা জানতে এই পোস্ট দেখুন, https://www.qnabangla.com/2021/11/corona-tika-card-download.html
  18. আমি ১ম ডোজ নিয়েছি কিন্তু ২য় নেওয়ার সময় হয়েছে আমি টিকার কাড় হারিয়ে পেলেছি এখন কি করে ২য় ডোজ টিকা নিবো
    1. টিকা কার্ড হারিয়ে গেলে আবার টিকা কার্ড ডাউনলোড করে ২য় ডোজ নিতে পারবেন। কোনো সমস্যা হবে না।
      টিকা কার্ড কিভাবে ডাউনলোড করবেন? তা জানতে এই পোস্ট দেখুন, https://www.qnabangla.com/2021/11/corona-tika-card-download.html
  19. আমি টিকা দুইটাই দিছি তবে প্রথমে আমার যেই নামবার দিছে পরে ভুলে অন‍্য নামবার দিছি এখন আর এসএমএস আসতাছেনা
    1. দুইবার নাম্বার চাইবে কেনো? আপনি কি এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন?
      প্রথমবার রেজিস্ট্রেশনের সময় যে নাম্বার দিয়ে ট্রাই করেছিলেন, সে নাম্বার দিয়ে এখানে ক্লিক করে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধনের অবস্থা জানুন।
  20. আমি প্রথম ডোজ দিয়েছি দিতীয় ডোজ দিয়েছি প্রথমে যেই নামবার দিয়ে আবেদন করেছি পরে দিতীয় ডোজের সময় আরেকা নামবার চাইছিলো ভুলে অন‍্য নামবার দিয়েছি এখন আর এস এম এস আসসে না
    1. দুইবার নাম্বার চাইবে কেনো? আপনি কি এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন?
      প্রথমবার রেজিস্ট্রেশনের সময় যে নাম্বার দিয়ে ট্রাই করেছিলেন, সে নাম্বার দিয়ে এখানে ক্লিক করে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধনের অবস্থা জানুন।
  21. আমার ছে‌লের ২ ডউজ টিকা দেওয়া হ‌য়ে‌ছে ,কিন্ত সনদ পা‌চ্ছি না,যার জন্ম নিম্বন নং 20042692009152375 মোবাইল,01751934788
    1. আপনি কি জন্ম সনদ দিয়ে করোনা টিকা রেজিস্ট্রেশন করেছিলেন?
      না-কি Blank টিকা কার্ড ডাউনলোড করে তারপর টিকা দিয়েছেন?

      যদি ব্ল্যাংক টিকা কার্ড দিয়ে টিকা দিয়ে থাকেন, তাহলে টিকা সনদ পাবেন না। টিকা কার্ডটাই টিকা সনদ হিসেবে তখন বিবেচিত হবে।
  22. আমরা কলেজ থেকে টিকা নিয়েছি
    জন্মসনদের নম্বর দিয়ে,
    এখন আমরা কী টিকা কার্ড পাবো না?
    1. যদি অনলাইনে রেজিস্ট্রেশন করে নিয়ে থাকেন তাহলে পাবেন। নইলে পাবেন না।
  23. গন টিকা দেয়র পর কি বিদেশ যেতে পারবো কি
    1. বিদেশ যেতে হলে আপনি যে টিকা গ্রহণ করেছেন তার প্রমাণ দেখাতে হবে। টিকা সনদ হচ্ছে আপনার সেই প্রমাণ।
  24. ভাই আমি তো ভুলে গন টিকা দিয়েছি নিবন্ধন ছারা,তো এখন কি রেজিষ্ট্রেশন করে টিকা দিতে পারবো,
    বা এটায় কোন সমস্যা হবে
    1. কয় ডোজ দিয়েছেন? সেটার উপর নির্ভর করবে। যদি এক ডোজ দিয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিন।
© QnaBangla.com. All rights reserved. Developed by Jago Desain
QnA Bangla

Subscribe to our YouTube Channel